ঘেরাটোপ (পর্ব ১৩)
বোম্মাই উঠে দাঁড়িয়ে দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে। জাত! জাত! জাত! এই শব্দটার জন্যই এতগুলো বছর, বোম্মাই থেকে শুরু করে তার বাপ-ঠাকুর্দা-চৌদ্দপুরুষ – জাত! শালা জাত! পায়ের তলা থেকে উপরে উঠতে চাইলেই শালা গোটা সমাজের জুতোর সামনে একেবারে তাদের ফেলে দেওয়া হবে বোধহয়! কার্থিক বোম্মাইকে জড়িয়ে ধরে তাকে শান্ত করতে চায়। সুস্মিতাশ্রীও এগিয়ে এসেছেন। ভাগ্যিস সাংবাদিকেরা কিছু লক্ষ্য করে উঠতে পারেনি। বোম্মাইয়ের পিঠে সুস্মিতা হাত রাখেন। (ধারাবাহিক রচনা, পর্ব ১৩)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 03 November, 2024 | 143 | Tags : The Siege Serialised Novelette Series Thirteen